ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, গলে যাচ্ছে বিভিন্ন সড়কের পিচ

গত কয়েকদিন ধরে যশোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপদহ। এই তাপদাহে জেলায় হিট এলাট জারি করে মাইকিং করা হচ্ছে এক সপ্তাহ থেকে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। তাপমাত্রা ও গরমের এমন তীব্রতায় গলে যাচ্ছে যশোরের বিভিন্ন সড়কের পিচ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে যশোরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।


এ দিকে চুয়াডাঙ্গায় বেলা ১২ টায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আর বিকেল ৩ টায় সর্বোচ্চ ৪২.৩ ডিগ্রী।


গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। শহরে লোকজনের উপস্থিতি কম হলেও শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে।স্বস্তি পেতে রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ কিছু সময় পর পর হাতে মুখে পানি দিয়ে নিজেকে শীতল রাখার চেষ্টা করছেন।

ads

Our Facebook Page